এবার ব্যাগ গুছিয়ে শীতের বিদায় নেওয়ার পালা। কানাঘুষো শোনা যাচ্ছে 'বসন্ত এসে গেছে'। আর বাঙালির বসন্তের আনুষ্ঠানিক সূচনা কিন্তু সরস্বতী পুজোর হাত ধরেই৷ সরস্বতী পুজো মানেই বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'। এদিনে কাছের মানুষের সঙ্গে কাছে পিঠে একটু প্ল্যান থাকে বৈকি! কীভাবে সাজবেন? সাজ টোটকা দিচ্ছে এডিটরজি বাংলা।
Saraswati Puja 2023: সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র
দেখুন এই একটা দিন নো ওয়েস্টার্ন। এদিন কিন্তু শাড়িই ডিমান্ড করে৷ সরস্বতী পুজোয় হলুদ পরার চল আছে। কিন্তু হলুদ পরলে রাস্তায় আপনিও মিশে যেতে পারেন সকলের সঙ্গে৷ তাই নিজেকে একটু হটকে দেখাতে বেছে নিন সাদা থান শাড়ি। সঙ্গে পেয়ার করতে পারেন মাল্টি কালার ব্লাউজ, মাথায় ফুল, আর গয়না অক্সিডাইজ।
হলুদ ব্লাউজের সঙ্গে পরুন যেকোনও ডার্ক শেডের শাড়ি। মেকাপ হবে ন্যুড, গয়নায় থাকুক চমক।
নীল সাদা ইন্ডিগো সব অকেশানের জন্যেই পারফেক্ট। সাদা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরুন ইন্ডিগো শাড়ি। আপনাকে আলাদা লাগবেই।