ভালবাসা...পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। সাহিত্যে সিনেমায়, কবিতায়, গানে আড্ডায় যুগ যুগ ধরে মধ্যমণি হয়ে বসে থাকা ভালবাসা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। রোমিও জুলিয়েট থেকে সাজু রুপাই, ভালবাসার সব আখ্যানই অনন্য।
মনে ম্যাজিক তো ঘটায়ই, শরীরেও নাকি ম্যাজিক করতে পারে ভালবাসা। আমি আপনি না, বলছেন বিজ্ঞানীরা। আমাদের শরীরের কতোটা গভীরে পৌঁছতে পারে ভালবাসা? ঠিক কতোটা গভীরে? যতোটা গভীরে গেলে ছাপ রাখা যায় জিনে।
বিজ্ঞানীরা বলছেন, দু'টি মানুষের পারস্পরিক সম্মতিতে যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে, তাতে নাকি সক্রিয় হয় এপিজেনোম। জীবনের নানা ক্ষত ভুলিয়ে দিতে ওষুধ হিসেবে কাজ করে ভালবাসা।