সম্প্রতি ওজোন স্তরে (Ozone Hole) বিশাল এক ফাটলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে গবেষকদের মধ্যে ইতিমধ্যে আশঙ্কা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে ত্বকের ক্যানসারের সম্ভাবনা বাড়ছে ক্রমশ।
আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের ছিদ্র যতটা বড়, ক্রান্তীয় অঞ্চলের (Tropical Region) ফাটলটি তার প্রায় সাত গুণ.
সম্প্রতি, এআইপি অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকেই এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীরা মনে করছেন, ১৯৮০ -র দশক থেকেই ফাটলটি বড় হতে হতে আজকের চেহারা নিয়েছে।
Sanya Malhotra : ধূসর রঙের বিকিনিতে সমুদ্রে উষ্ণতা ছড়াচ্ছেন সানিয়া মালহোত্রা, ঝড় নেটদুনিয়ায়
বিজ্ঞানীদের অনুমান, পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় এই অঞ্চলে তাই ২৫ শতাংশ বেশি অতি বেগুনি রশ্মি প্রবেশ করছে। ফলে ক্রমশ বাড়ছে ত্বকের ক্যানসার সহ বেশ কিছু অসুখের ঝুঁকি। ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এ ছাড়া, চাষবাসের ক্ষতি সহ গোটা বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে।