সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা। শনি-রবিবার বাতিল হতে চলেছে হতে চলেছে হাওড়া-বর্ধমান শাখার (Howrah-Bardhaman) বেশ কিছু ট্রেন। তবে সপ্তাহান্তে কাজ হওয়ায় নিত্য অফিসযাত্রীদের ভিড় অনেকটাই কম থাকবে।
বেশ কিছু লাইন, সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজ চলায় শনি ও রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি লাইনে বাতিল থাকছে এক গুচ্ছ লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেন চলবে ঘুরপথে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল।