তিনি দেশের ধনী ব্যবসায়ীর তালিকায় কখনও এক নম্বরে, কখনও দুই। গোটার দুনিয়ার বিলিয়নেয়ারদের তালিকাতেও ওপরের দিকেই তাঁর নাম। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। অন্যজন দেশের সবচেয়ে বড় সুপার স্টার। এক বছরে তিন তিনটে সুপারহিট দেন বলিউডকে, বছর ঘুরতে তাঁর টিম আবার আইপিএল চ্যাম্পিয়ন হন। আর কেউ নন, এসআরকে। এমন দুজন মানুষ নাকি পাশাপাশি বসে চুমুক দিচ্ছে মাত্র ১৫ টাকার পানীয়ে! সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৯ জুনের সন্ধে, স্থান দিল্লির রাষ্ট্রপতি ভবন। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সারা দেশের হু'জ হুরা। সেখানকার খান কয়েক ছবি ইতিমধ্যে সশ্যাল মিডিয়ায় ভাইরাল, দেখা যাচ্ছে পাশাপাশি বসে ওআরএস হাতে খোশ গল্পে মজেছেন কিং খান এবং মুকেশ আম্বানি। হাতে ধরা ওরাল রিহাইড্রেশন সলিউশনটির বাজারমূল্য যে ১৫ টাকা সে তো সকলেই জানেন।
আসলে সপ্তাহ খানেক আগেই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ, আমেদাবাদের হাসপাতালেও ভর্তি ছিলেন, এই গরমে আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না বলিউড বাদশা। ডিহাইড্রেশন রুখতে আগাম ব্যবস্থা নিলেন মুকেশ আম্বানিও।