প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । সারাদিন-রাত উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভোলেনাথের ভক্তরা । এবছর কবে পড়েছে শিবরাত্রি ? জানা গিয়েছে, এবার শিবরাত্রির দিন নিয়ে বিভ্রান্তি রয়েছে । জেনে নিন শুভ দিন ও শুভ সময়
পঞ্জিকা মতে, ৮ মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে। আর সেই তিথি শেষ হচ্ছে, ৯ মার্চ । তিথির সময় - ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিট । চার প্রহরের নিয়ম অনুযায়ী, ৮ মার্চই শিবরাত্রি পালন করা হবে ।
প্রথম প্রহরের পুজো সন্ধে ৬.২৫ মিনিট থেকে রাত ৯ টা ২৮ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো ৯ মার্চ রাত ১২.৩১ মিনিট থেকে শুরু। ব্রতর সময় ৯ মার্চ ভোর ৬.৩৭ মিনিট থেকে দুপুর ৩.২৮ মিনিট পর্যন্ত ।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায় । বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয় । তবে জানেন কি, বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয় । তবে, মহাশিবরাত্রি (Maha Shivratri) বছরে একবারই আসে, এই ফাল্গুন মাসে ।