বিয়ে হল, কিন্তু ওই পর্যন্তই। কালরাত্রি নেই, বউ ভাতও নেই। বলছি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় কাপল শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের কথা। ছিমছাম ভাবে বিয়েটা সেরেছেন দু'জনে। আইনি বিয়ে, সঙ্গে আচার বলতে মালা বদল, সিঁদুর পরানো টুকুই। বাকি আচারের ধার ধারেননি মিয়া বিবি।
দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। চলতি বছরেই বিয়ে করবেন, সে কথা সামনে এনেও ছিলেন, কিন্তু বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আনেননি। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন শ্রুতি। বিশেষ দিনে দু'জন সেজেছিলেন সাদা শাড়ি-পাঞ্জাবিতে। সঙ্গে লাল গোলাপের মালা। গায়ে হলুদ, দধিমঙ্গল, কালরাত্রি-বউভাত, এত আচার মানছেন না দুজনের কেউই। মজার ব্যাপার, বিয়ের পর যে যার বাড়ি ফিরে এসেছেন।
সামনেই হানিমুন, গন্তব্য না জানালেন শ্রুতি জানিয়েছেন, এই প্রথম তাঁরা একসঙ্গে বিমানে চড়বেন।