ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সেই কথা নিজেই জানান। এই জটিল ও বিরল রোগে আক্রান্ত হওয়ার ফলে কাজ থেকে সাময়িক বিরতিও নিয়েছেন এই তারকা। 'যুগ যুগ জিও'র প্রচারের সময়ই শরীর খারাপ হয়েছিল বরুণের।
ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই রোগে আক্রান্ত হলে কান এবং মস্তিষ্কের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। মস্তিষ্কের এক পাশে বা উভয় পাশেই এই রোগ হতে পারে।