৫৮ বছর বয়সে IVF পদ্ধতিতে দ্বিতীয়বার মা হয়েছেন প্রয়াত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার মা। ছেলেকে হারানোর শোকে কিছুটা হলেও প্রলেপ পড়েছে। যে খবর সামনে আসতেই আশার আলো দেখছেন অনেকেই।
কী এই IVF পদ্ধতি?
IVF অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই মেডিক্যাল পদ্ধতিতে যে সব দম্পতিরা সন্তান ধারণে অসমর্থ তাঁদের সুস্থ ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ল্যাবে নিষেক করা হয়। এরপর নিষিক্ত এমব্রায়োকে স্থাপন করা হয় মহিলার জরায়ুতে।
আরও পড়ুন - ৫৮ বছর বয়সে ফের মা হলেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার মা
কত বছর বয়স পর্যন্ত সম্ভব?
শরীর সুস্থ থাকলে যে কোনও বয়সেই এই পদ্ধতিতে সন্তান ধারণ সম্ভব। তবে, IVF-এর ক্ষেত্রে জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াল লাইনিং ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। সেটি ঠিক থাকলে তবেই সম্ভব হয়। এমনকি মেনোপজের পরেও আইভিএফ-এর মাধ্যমে গর্ভধারণ সম্ভব। সেক্ষেত্রে ডোনেট করা ডিম্বাণুর সাহায্য নিতে হবে।'