শীতকাল মানেই রংবেরঙের মোজার ফ্যাশন (Winter Fasion)। অনেকে বারো মাসই মোজা (Socks) পরেন। আবার অনেকেই শুধুমাত্র শীতকালেই মোজা পরেন। তবে, অনেকেই রয়েছেন মোজা পরলেই যাঁদের পায়ে ঘাম হয়। আর বাড়ি ফিরে সেই মোজা খুলতেই বের হয় কটু গন্ধ (Smelly Feet)। পা ধুলেও এই গন্ধ যেতে চায় না। এই গন্ধ থেকে মুক্তি (Get Rid) পাওয়ার বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে। আর সেই উপায়গুলো মিলবে আপনার রান্নাঘরেই (Kitchen)।
কীভাবে ঘরোয়া উপায়ে দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন?
নুন জল
মোজা পরলেই যাঁদের পা ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হয়, তাঁরা বাড়ি থেকে বেরোনোর আগে উষ্ণ নুন জলে মিনিট ১৫ পা ডুবিয়ে রাখুন। নুন ছত্রাক রোধ করে। ফলে পা ঘামার সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই নুন জল।
বেকিং সোডা
বেকিং সোডার মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান পায়ে ব্যাকটেরিয়া জমতে দেয় না। মোজা পড়ার আগে পা ভালো করে পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়ে সামান্য ব্যাকিং সোডা পায়ের পাতায় ঘষে নিলে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে জুতোর মধ্যেও সামান্য বেকিং সোডা ছড়িয়ে নিতে পারেন।
লিকার চা
প্রথমে চা বানিয়ে নিতে হবে। তারপর ওই চায়ের সঙ্গে সামান্য জল মিশিয়ে মিশ্রণটি ঠান্ডা হলে তাতে পা ডুবিয়ে রাখতে হবে মিনিট ১৫। এর ফলে আপনার পায়ে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ হবে।
আরও পড়ুন- জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে যাঁদের, সেইসব দম্পতিই বেশি সুখী, জানাচ্ছে গবেষণা
ভিনিগার
একটি বড় জায়গায় গরম জল নিয়ে তার মধ্যে কয়েক চামচ ভিনিগার দিতে হবে। এর পর মিনিট ২০ পা ডুবিয়ে বসে থাকলে পায়ের দুর্গন্ধ কেটে যাবে।