ঘুরতে গেলে বা লং ড্রাইভে গেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স উপভোগ করতে কে না চান। ওয়ানপোলের সাম্প্রতিক সমীক্ষা বলছে, বিশেষ করে রোড ট্রিপে গেলে স্ন্যাক্স হল আদর্শ বস্তু।
মোট ২,০০৫ জন ব্যক্তির মধ্যে এই সমীক্ষা চালানো হয়। যাদের ১০ জনের মধ্যে ৭ জনই স্বীকার করেছেন যে, রোড ট্রিপে গেলে তাঁরা বেশিরভাগ সময়টাই স্ন্যাক্স নিয়ে কার্যত মেতে থাকেন। এবং, ওই সময়টাই, তাঁদের মতে, স্ন্যাক্সকে উপভোগ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়।
সমীক্ষায় আরও জানা গিয়েছে, রোড ট্রিপের জন্য সবথেকে জনপ্রিয় স্ন্যাক্স হল চিপস (৪৭%), কুকিজ (৪৪%) এবং ক্যান্ডি (৪২%)। এছাড়াও, অন্তত ৬১% মানুষ জানিয়েছেন যে, রোড ট্রিপে স্ন্যাক্সের আয়োজন না থাকলে তাঁরা ঘুরতেই যাবেন না!