ডিমেনশিয়া (Dementia) একটি মস্তিস্কের অসুখ। এর একটি সাধারণ উপসর্গ হল স্মৃতি হারিয়ে ফেলা। ডিমেনশিয়া মূলত বয়স্কদের হয়। এই রোগ বর্তমানের স্মৃতি ঝাপসা করে দেয়। সম্প্রতি, আমেরিকান জেরিয়াট্রিক্স সোসাইটির জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকেন এমন বৃদ্ধ এবং বৃদ্ধাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
গবেষণায়, ৬৫ বছর এবং তার বেশি প্রায় ৫,০২২ জন মানুষের উপর একটি সমীক্ষা চালানো হয়েছিল। এর মধ্যে ২১% মানুষের ডিমেনশিয়া লক্ষ করা যায়, যারা ৯ বছর সামাজিকভাবে বিচ্ছিন্ন রয়েছেন। এছাড়াও গবেষণা বলছে, প্রচুর মধ্যপান, যথেষ্ট ঘুম না হওয়া ভবিষ্যতে ডিমেনশিয়ার মতো রোগের কারণ হতে পারে।