রাজনীতি থেকে নিছক ঘরোয়া আড্ডা, বাঙালির সব মেজাজেই চা-ই চাই! যুগ যুগ ধরেই বং জীবনের অঙ্গ হয়ে আসা চা নিয়ে কিন্তু চর্চাও কম হয়না। দেশে বিদেশের হাজার রকমের চা জনপ্রিয়। কোনওটা সস্তা, কোনওটা দামী, কোনওটা আরও দামী। তো সেরকমই আকাশ ছোঁয়া দামের কয়েক রকমের চা-এর হদিশ দেওয়া যাক আজ।
ডা হং পাও
পৃথিবীর সবচেয়ে দামি চাগুলোর মধ্যে ডা হং পাও চা খুব জনপ্রিয়। কেজি প্রতি দাম ১২ লক্ষ মার্কিন ডলার। চিনের উই পাহাড়ে ৩০০ বছরের পুরনো চা পাতা থেকে এই চা পাওয়া যায়।
পান্ডা ডাং
এই চা এর দাম কেজি প্রতি ৭০ হাজার মার্কিন ডলার। এই চায়ের উৎসও চিন দেশ। স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এই চা। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই চা-এ।
ইয়েলো গোল্ড টি
এই চা আবার শুধুমাত্র সিঙ্গাপোরেই পাওয়া যায়। দাম, কেজি প্রতি ৭,৮০০ মার্কিন ডলার। এতে এক ধরনের বিশেষ ফুলের গন্ধ আছে। সঙ্গে অ্যান্টি এজিং ধর্মের জন্য নিয়মিত এই চা পান করলে বুড়িয়ে যাওয়া অনেকটাই আটকায়।
সিলভার টিপস ইম্পেরিয়াল
এতা দার্জিলিং চা। একমাত্র দার্জিলিং এই এই চা-এর চাষ হয়। মৃদু ফলের গন্ধযুক্ত এই চা-এর কদর খুব। কেজি প্রতি দার্জিলিং চায়ের দাম ১,৮৫০ মার্কিন ডলার মতো।
Summer and Miscarriage : অতিরিক্ত গরমে গর্ভপাতের ঝুঁকি বেশি, বলছে গবেষণা
গাইকুরো টি
এই চা জাপানের অন্যতম বিলাসবহুল চা। এটা গ্রিন টি। দাম, কেজি প্রতি ৬৫০ মার্কিন ডলার। এই চা কিন্তু গুড়ো না করে সপ্তাহ দুয়েক রোদে শুকনো হয়।