নতুন বছর পড়ে গিয়েছে। কাজের চাপ তুলনামূলক ভাবে কম। তার উপর এবছর ছুটির তালিকাও বেশ মজাদার। জানুয়ারি মাসেই রয়েছে ৫টি ছুটি। ২৩ শে জানুয়ারি ২৬ জানুয়ারি তো আছেই। এছাড়া ২৪ বাদে ২৫ তারিখেও রয়েছে ছুটি। সুতরাং ২৪ তারিখ ম্যানেজ করলেই ২২ তারিখ রবিবার থেকে ২৬ তারিখ অবধি টানা ছুটি। তাই এই ছুটিতে ঘুরে আসুন বাংলার কাছেপিঠেই। আজ রইল কেবল দক্ষিণ বঙ্গের ডেস্টিনেশন।
কলকাতার কাছাকাছি অল্প সময় এবং পরিমিত খরচে ঘোরার কথা ভাবলে সবার আগে ভেসে ওঠে একটাই নাম, ঝাড়গ্রাম (Jhargram)। বিভিন্ন ধরনের ও দামের হোটেল এবং হোমস্টেতে থাকার ব্যবস্থা আছে। ঘুরে দেখতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি। আশেপাশে শালবনীর দিকে জঙ্গল ঘেরা অঞ্চলেও ঘুরতে পারেন। কলকাতা থেকে বাস, ট্রেন কিমবা চারচাকা, সবেই ঘুরে আসা যায় দিব্যি।
Japan: ছোট শহরগুলোয় ১ কোটি বাড়ি ফাঁকা! রাজধানী ছাড়লেই মোটা টাকা দিচ্ছে সরকার
ছুটির আমেজের সঙ্গে ভরপুর প্রকৃতিকে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন পুরুলিয়া। পাহাড় সবুজ অরণ্যে ঘেরা এই জায়গাকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। ঘুরে দেখুন অযোধ্যা পাহাড়, পাখি পাহাড়, চড়িদা মুখোশ গ্রাম, সুইসাইড পয়েন্ট, বামনি ফলস। ৩ দিনে মোটামুটি ভাবে চললে মাথাপিছু ৬ হাজার টাকাতেই হয়ে যাবে সব৷
পাহাড় জঙ্গল তো হল, এবার যদি একটু সমুদ্রের আমেজ চান, যেতে পারেন মৌসুনি দ্বীপে। একরাত টেন্টে কাটিয়ে, পরেরদিন ঘুরে দেখুন আশপাশ। ৪ হাজারেই মিটে যাবে ১ রাত দুদিনের বেড়ানো।