পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে ছুটি। তার আগে যদি শুক্রবার ছুটি নেওয়া যায়, তাহলে পরপর চারদিন ছুটি পেয়ে যাবেন । এর পরের সপ্তাহে আবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৫ মে, শুক্রবার ছুটি । শনি ও রবি এমনই ছুটি । মঙ্গলবার আবার ২৫ বৈশাখ । সুতরাং একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান চকলেই মিলবে লম্বা ছুটি। একঘেয়ে জীবন ছেড়ে এই কটাদিন পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন কাছেপিঠে।
এই ঠাঠা গরমে বাইরে ঘুরে বেড়ানো বেশ চাপের। তাই ছুটির কটাদিন আরামে রাজকীয়ভাবে কাটাতে পারেন। পূর্বমেদিনীপুরের বিখ্যাত মহিষাদল রাজবাড়িতে কাটিয়ে আসতে পারেন দুটি রাত। বুকিং-এর জন্য সরাসরি রাজ পরিবারের বংশধর হরপ্রসাদ গর্গের মোবাইল নম্বরেই ফোন করা যাবে। মোবাইল নম্বর- ৯৮৩০২৭৫৯২৮, এছাড়া কাছেপিঠে তো সমুদ্রসৈকত আছেই।
ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরে আসতে পারেন এই ছুটিতে৷ জঙ্গলমহলের কোলে এই অপূর্ব জায়গায় চারিদিক মোড়া জঙ্গলে। এর মাঝে উঁচু নিচু পথ, ছোট পাহাড় টিলা। সন্ধ্যে হলে আদিবাসীদের ধামসার সুরও ভেসে আসবে। খরচ মাথাপিছু পড়বে ৫-৬ হাজার টাকা
পূর্বমেদিনীপুর জেলার তিনটি নদীর সঙ্গমস্থল গেঁওখালি। রূপনারায়ণ, হলদি এবং অপর দিক থেকে হুগলি নদী এসে মিলিত হয়েছে এই জায়গায়। ছোট ছোট মালবাহী জাহাজে ঘুরে দেখতে পারেন চারিপাশ।