আইভিএফ প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের গাফিলতিতে বদলে গিয়েছিল স্পার্ম, ১৫ বছর পর দিল্লির সেই হাসপাতালের বিরুদ্ধে দেড় কোটির জরিমানা হল।
কৃত্রিম পদ্ধতিতে সন্তান ধারণের পথে হেঁটেছিলেন নয়া দিল্লির এক দম্পতি। চিকিৎসার বছর দুই পর যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন স্ত্রী। প্রায় ১৫ বছর পর দম্পতি জানতে পারলেন, তাদের যমজ সন্তানের একজনের বাবা অন্য এক পুরুষ। হাসপাতালে দুই পুরুষের শুক্রাণু অদল-বদল হয়ে গিয়েছিল।
অভিযোগকারীর দাবি করা ক্ষতিপূরণের দাবির ভিত্তিতে হাসপাতালকে ১ কোটি ৩০ লক্ষ টাকা জরিমানা করল জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন বা এনসিডিআরসি (NCDRC)।
ঘটনার সঙ্গে যুক্ত ভাটিয়া গ্লোবাল হাসপাতালের তিন চিকিৎসকের প্রত্যেকের ১০ লক্ষ টাকা জরিমানা হয়েছে।