বসন্ত এসে গিয়েছে, তবে প্রকৃতি সুন্দর হয়ে উঠলেও ত্বক কিন্তু এই সময় হয়ে ওঠে শুষ্ক প্রাণহীন। শীত পরবর্তী এই সময় সাবান ব্যবহারের পরেও ত্বক শুষ্ক হয়ে ওঠে। আজ রইল ত্বক নরম রাখার বেশ কিছু টিপস৷
নারকেল তেল: নারকেল তেল ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। স্নানের পর রোজ দু'ফোঁটা নারকেল তেল হাতে লাগালে ত্বক নরম থাকবে৷
অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা করে। এতে ত্বক সতেজ থাকে৷ অ্যালোভেরা জেল মেখে ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন।
ময়েশ্চারাইজার বা বডি লোশন: ঘুমোনোর আগে এই বসন্তে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে আপনার ত্বক শুষ্ক হবে না৷