ভারতীয় বাজার ধরতে মরিয়া আন্তর্জাতিক বিলাসবহুল কফি সংস্থা স্টারবাক্স (Starbucks)। তাই তাঁদের মেনুতে যোগ হচ্ছে মশলা চায় (Massala chai), ফিল্টার কফি (Filter Coffee)।
ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, দেশের চারটি শহর, বেঙ্গালুরু, ইন্দোর, ভোপাল এবং গুরগাঁওতে স্টারবাক্স এর মেনুতে থাকছে স্থানীয় স্বাদের স্যান্ডউইচ, মিল্ক শেক এবং রকমারি স্ট্রিটফুড।
বাজার ধরতে ভারতীয় মেনুতে ভরসা অবশ্য আগেও বহু বহুজাতিক সংস্থাকেই করতে হয়েছে। নেসলের ম্যাগিতে (Nestle Maggi) ভারতীয় স্বাদের কথা মাথায় রেখেই এসেছিল হট এন্ড স্পাইসি শশ। তারপর ম্যাকডোনাল্ডস (Mcdonalds) নিয়ে এল আলু টিক্কি স্যান্ডউইচ। পিৎজা হাট আনল পনির পিৎজা। এবার সেই তালিকায় যুক্ত হল স্টারবাক্স।
IRCTC:রেলের টিকিট ক্যানসেল করলে মুহূর্তেই টাকা ফেরত পাবেন এই পদ্ধতিতে