আজ বড়দিন , আর আজ থেকে টানা উদযাপন শুরু বর্ষবরণের। এই সময় রোজই প্রায় পার্টি, নাইট আউট থাকে। এর জেরে খানাপিনাও হয়। এইসময় রাত জাগা এবং মদ্যপানের ফলে, পরের দিন সকালে মুখে একটা পাফি ফোলা ফোলা ব্যাপার দেখা যায়। একে ওয়াইন ফেসও বলা হয়।
ত্বক বিশেষজ্ঞ, এমা ওয়েজউড ওয়াইন ফেস কমানোর একটি কার্যকরী উপায় বলেছেন। তিনি লেবুর জল বা টেংরির জ্যুস খাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে শরীর ভিতর থেকে ডিহাইড্রেটেড থাকে।
Christmas Festival Bow Barrack: বড়দিনের বো ব্যারাক, শীতের সন্ধেয় সাহেব পাড়ায় উপচে পড়া ভিড়
চোখের তলার ফোলা ভাব কমাতে, হাইলুরোনিক অ্যাসিড সমৃদ্ধ হাইড্রেটিং আই ক্রিম ব্যবহার করতে পারেন। অ্যালকোহল সেবন প্রায়ই শুষ্কতা এবং ফাটা ঠোঁট বাড়ে। এর জন্য, হাইড্রেটিং লিপ বাম বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও পরেরদিন সকালে পর্যাপ্ত ঘুম দরকারি ত্বকের জন্য।
তিনি আরও জানান, অ্যালকোহল রক্তনালীগুলিকে প্রসারিত করে, যার ফলে লালভাব এবং ফ্লাশিং হয়, যা রোসেসিয়ার মতো অবস্থার সাথে বিশেষভাবে লক্ষণীয় হতে পারে।