রথে চেপে রাজপথে নেমেছেন প্রভু। সুভদ্রা বলভদ্র জগন্নাথ চলেছেন গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে। আপাতত সাতদিন প্রভু সেখানেই থাকবেন। তাহলে মন্দিরের বেদী শূন্য থাকবে নাকি। তা তো হতে পারে না, তাহলে কী হবে?
অনেকেই জানেন না রত্নবেদীতে শুধুমাত্র ত্রিমূর্তি নন, বিরাজ করেন আরও চার দেববিগ্রহ। শ্রীবলভদ্র, দেবী সুভদ্রা, শ্রীজগন্নাথের সঙ্গেই শ্রীসুদর্শন, শ্রীদেবী, ভূ-দেবী ও শ্রীমাধব, এই সপ্তমূর্তি রত্নসিংহাসনে বিরাজ করেন। জগন্নাথ-বলভদ্র ও সুভদ্রা একত্রে ত্রিমূর্তি। রথযাত্রার ক'দিন শ্রীমাধব জগন্নাথের পরিপূরক হিসেবে মন্দিরে বিদ্যমান থেকে গৃহকর্তার দায়িত্ব পালন করেন।
আদতে জগন্নাথেরই ক্ষুদ্র প্রতিরূপ এই শ্রীমাধব। সারাবছর গর্ভমন্দিরের প্রবেশদ্বারেই জগন্নাথের দর্শন পান ভক্তরা। কিন্তু শ্রীমাধবকে ওই অবস্থান থেকে লক্ষ্য করা যায় না। কেবল রথযাত্রার সময় তিনি জগন্নাথের স্থানে থাকেন।