মেদ ঝরানোর নানা সুফল আমাদের চোখে পড়ে আখছার। রোজ নানা গবেষণা সামনেও আসছে সেই সংক্রান্ত। তবে মেদ ঝরালে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা উন্নত হয়, এটা আসলে একটা মিথ, সম্প্রতি পিএলওএস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা।
৩৭৯ জন মহিলার ওপর তিন বছর ধরে পরীক্ষা চালানো হয়েছিল গবেষণাটির জন্য। মহিলাদের দু'টি দলে ভাগ করা হয়েছিল। একটি দল শারীরিক শ্রম বাড়িয়ে মিল রিপ্লেসমেন্ট নিতেন নিয়মিত। আরেকটি দল মিল রিপ্লেসমেন্ট ছাড়াই শারীরিক শ্রম বাড়িয়ে মেদ ঝরানোয় মন দিয়েছিলেন।
প্রথম দলের ১৮৮ জনের মধ্যে ২৩ জন সন্তানের জন্ম দিয়েছিলেন। দ্বিতীয় দলের ১৯১ জনের মধ্যে ২৯ জন মা হয়েছিলেন। এই সমীক্ষা থেকেই গবেষকরা সিদ্ধান্তে এসেছেন, মেদ ঝরানোর সঙ্গে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতার কোনও সম্পর্কই নেই।