বয়স বাড়লেই শরীরে থাবা বসায় বার্ধ্যক, সঙ্গে মনে থাবা বসায় একাকিত্ব। এই দুইয়ের সঙ্গে যুঝতেই কুকুর পুষুন। এমনই বলছে গবেষণা।
BMC পাবলিক হেলথ -এ প্রকাশিত গবেষণাটি করা হয়েছিল ৩৮ জন কুকুরের মণিবকে নিয়ে। গবেষণার ফলাফল বলছে, মণিবের সঙ্গে পোষ্যর সুস্থ সম্পর্ক হলে তার ইতিবাচক প্রভাব পড়ে মণিবের শারীরিক এবং মানসিক অবস্থায়।
ছোট বড়, সব রকম কুকুরের দেখভালের মধ্যে তাকে বাইরে নিয়ে যাওয়ার অংশটুকু পড়েই, ফলে এতে মনিবের হালকা থেকে ভারী এক্সারসাইজ নিয়মিত হয়েই যায়। এছাড়া, পোষ্যর যত্ন আত্তি করা, খাবার বানানো, পোষ্যর সঙ্গে খেলা করা এসব নিয়মিত করলে, মানসিক স্বাস্থ্য ভাল থাকে। এবং সারাদিনের নানা কাজের মধ্যে দায়িত্ব, শৃঙ্খলা থাকে বলে লাইফস্টাইল সুস্থ থাকে। লাইফস্টাইল সুস্থ থাকলে তার প্রভাব শরীরে পড়তে বাধ্য।