ঘর খুব অগোছালো, জায়গার জিনিস জায়গায় তো নেই-ই, পরিচ্ছন্নও নয় একটুও, আপনার চারপাশ এমন হলে তার প্রভাব পড়ে মনেও। আধুনিক গবেষণা তেমনই বলছে।
পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে অপরিচ্ছন্ন ঘর শুধু যে দৃশ্য দূষণের কারণ, তা নয়, বরং এতে কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ে, যা স্ট্রেস হরমোন নামে পরিচিত। এই হরমোন অবসাদ বাড়ায়। নিজেকে অসুখী মনে হয়।
Dev-Subhashree: সেই এক সাউথ সিটি! একসময়ে ডেটে যেতেন, এখন খেতে যান শুভশ্রী
ঘর, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো থাকলে মনের ওপর নেতিবাচক প্রভাব কম পড়ে। মজার ব্যাপার হল পুরুষের মনের ওপর এসবে তেমন হেরফের হয় না।