হৃদযন্ত্র থেকে শুরু করে মস্তিষ্ক- শরীরের সর্বত্র ঢুকে গিয়েছে মাইক্রোপ্লাস্টিক। তাদের দাপটে কখনও হৃদযন্ত্র বিকল হয়ে যাচ্ছে, কখনও আবার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। মাইক্রোপ্লাস্টিক নিয়ে একটি গবেষণা উঠে এসেছে এমনই মারাত্মক তথ্য!
গবেষণায় দেখা গিয়েছে, আমাদের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যে সমস্ত মারাত্মক প্রাণঘাতী রোগ হয়, অধিকাংশক্ষেত্রেই সেগুলির জন্য দায়ি মাইক্রোপ্লাস্টিক। হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোক ও ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো রোগগুলির নেপথ্যে ৮০ শতাংশ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে মাইক্রোপ্লাস্টিক।
আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অঙ্কোলজির অধ্যাপক তাতিয়ানা প্রোওয়েল তাঁর এক্স হ্যান্ডেলে
লিখেছেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত রোগীদের শরীর থেকে যে ব্লাড ক্লট পাওয়া গিয়েছে, তার ৮০ শতাংশই মাইক্রোপ্লাস্টিক। সেরিব্রাল আর্টারি অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে ধমনী রয়েছে, তাতেও প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে। হার্টের ধমনী অর্থাৎ করোনারি আর্টারির মধ্যেও রয়েছে প্লাস্টিক।