মিসক্যারেজ (Miscarriage) বা স্টিলবার্থের (Still birth) মত ঘটনা ঘটলে মহিলাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। সম্প্রতি কুইন্সল্যান্ডের (queensland) একটি সমীক্ষা এমনটাই বলছে।
গবেষণাটির জন্য ৩২ থেকে ৭৩ বছর বয়সি ৬, ২০০০০ মহিলাকে ১১ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। এদের মধ্যে ১৩০০০ মহলার স্ট্রোক হয়েছে, যাদের মধ্যে আবার ৪,০০০ জন মারা গিয়েছেন।
Probability of Death: এক পায়ে ১০ সেকেন্ডের বেশি দাঁড়াতে পারেন না? সাবধান হন
একবার মিসক্যারেজ হলে স্ট্রোকের সম্ভাবনা ৭ শতাংশ, ২ বার হলে ২৬ শতাংশ বেড়ে যায়। তিনবার বা তার চেয়েও বেশি বার মিসক্যারেজ হলে স্ট্রোকের সম্ভাবনা ৮২ শতাংশ বেড়ে যায়।