করোনায় আক্রান্ত হয়েছিলেন যে ভারতীয়রা তাঁদের অনেকেই পরবর্তীকালে ফুসফুসের সমস্যায় ভুগছেন। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের একটি সমীক্ষা জানিয়েছে, কোভিড পরবর্তী সময়ে ফুসফসের সমস্যা চীনা বা ইউরোপীয়দের তুলনায় অনেক বেশি ভারতীয়দের। সার্বিকভাবেই কোভিড পরবর্তী অসুস্থতায় অনেক বেশি ভুগছেন ভারতীয়রা।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর আরেকটি সমীক্ষা করেছে। তাতে অংশ নিয়েছেন ৩১টি হাসপাতালের ১৪,৪১৯ জন রোগী। এতেও দেখা যাচ্ছে কোভিড পরবর্তী সময়ের বিভিন্ন রকম অসুস্থতার শিকার হচ্ছেন রোগীরা। ১৭.১ শতাংশ রোগী ভুগছেন ফ্যাটিগ, নিঃশ্বাসের সমস্যা, ব্রেন ফগের মতো জটিলতায়।
মুক্তির উপায়ও রয়েছে। করোনায় ভুগুন বা না ভুগুন, ধূমপান করা ছেড়ে দিন।।নিয়মিত শরীরচর্চা করুন।।ঠিকভাবে নিঃশ্বাস নিন৷ নিয়মিত মাস্ক পরুন। চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার খেতে।