কথায় কথায় ইমোজি ব্যবহার করেন আপনি, বিশেষ করে স্মাইলি? কেন, নিজেকে প্রশ্ন করেছেন কখনও! সাম্প্রতিক একটি গবেষণা আপনার হয়ে উত্তরটা খুঁজে ফেলেছে।
ফ্রন্ট্রিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত গবেষণা দাবি করছে, শুধু মনের ভাব প্রকাশে নয়, বরং ভাব গোপন করতেও মানুষ ইমোজি ব্যবহার করে। জাপানের ১,২৮৯ জন মানুষ, যারা অনলাইন আলাপচারিতায় ঘনঘন ইমোজি ব্যবহার করেন, তাঁদের নিয়েই গবেষণা করা হয়েছিল। ফলাফল বলছে, নেতিবাচক কোনও আবেগ সরাসরি প্রকাশ না করে মানুষ ইমোজি ব্যবহার করে।
Gen Z's attitude towards work: সোমবার হালকা চাপ...যেমন মাইনে তেমন কাজ, এমনই ভাবনা এই প্রজন্মের
চূড়ান্ত নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে হলে তখন ব্যবহার করে স্যাড ইমোজি। অর্থাৎ সাধারণ আলাপচারিতায় খুব গভীরে যেতে চায় না মানুষ, নিজের মনের আসল ভাব প্রকাশ্যে আনতে চায়না, 'হ্যাপি' ইমোজিই ব্যবহার করে, আসলে তেমন 'হ্যাপি' না হলেও,