আপনি কি কন্যাসন্তানের বাবা? তাহলে আপনার দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ঠিকই শুনছেন। একেবারেই কোনও বানানো গল্প নয়। কন্যা সন্তানের বাবা হওয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে দীর্ঘায়ু হওয়ার। চমকে দেওয়া এই সমীক্ষা প্রকাশিত হয়েছে নামি জার্নালে।
পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের করা সমীক্ষায় উঠে এসেছে এই আশ্চর্য তথ্য। সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৩১০ জন বাবা। তাতে দেখা গিয়েছে, যাঁরা একাধিক কন্যাসন্তানের জনক, তাঁদের জীবন আরও দীর্ঘ। গড়ে কন্যাপ্রতি ৭৪ সপ্তাহ করে বেশি বাঁচছেন তাঁরা। আমেরিকান জার্নাল অফ হিউম্যান বায়োলজিতে এটি প্রকাশিত হয়েছে।
মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়। এখন দেখা যাচ্ছে বাবাদের দীর্ঘজীবনের নেপথ্যে তাঁরাই! তাহলে আর কি, কৃতজ্ঞতা স্বরূপ ঘরের কন্যারত্নটির জন্য কিছু উপহার কিনে আনুন।