যাঁরা নিয়মিত স্কুলে গিয়েছেন, তাঁদের তুলনায় স্কুলছুট বা স্কুলে না যাওয়া মানুষজনের গড় আয়ু অনেকটাই কম৷ ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এই দাবি করা হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, যাঁরা নিয়মিত স্কুল-কলেজে গিয়েছেন, তাঁদের শরীর-স্বাস্থ্য অন্যদের তুলনায় অনেকটাই বেশি মজবুত।
গবেষকরা বলছেন, মদ বা সিগারেট খেলে যতখানি ক্ষতি হয়, স্কুল-কলেজে না গেলেও ক্ষতি ঠিক ততোটাই। টানা ১৮ বছর যাঁরা স্কুল-কলেজে গিয়েছেন, তাঁদের লাভ হয়েছে প্রতিদিন শাকসবজি খাওয়ার মতোই। স্কুল-কলেজে নিয়মিত গিয়েছেন যাঁরা, তাঁদের কর্মসংস্থানের সুযোগ অনেক বেড়েছে। ফলে উন্নত স্বাস্থ্য পরিষেবাও তাঁরা নিতে পারেন৷
যাঁরা কখনও স্কুলে যাননি তাঁদের তুলনায় যাঁরা ৬ বছর প্রাথমিক স্কুলে গিয়েছেন, তাঁদের অপরিণত বয়েসে মৃত্যুর সম্ভাবনা ১৩ শতাংশ কম। যাঁরা মাধ্যমিক স্তর পর্যন্ত পড়েছেন তাঁদের অসময়ে মৃত্যুর সম্ভাবনা ২৫ শতাংশ কম। ১৮ বছর স্কুল কলেজ করেছেন যাঁরা, তাঁদের অকালে মৃত্যুর সম্ভাবনা ৩৪ শতাংশ কম।
নরওয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেন্টার ফর গ্লোবাল হেলথ ইনইকুয়ালিটিস রিসার্চ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন যৌথ ভাবে এই গবেষণা করেছে।