কাচা জামা পরে, সুগন্ধি মেখে বেরোলেও আপনি পছন্দের মানুষের প্রত্যাখ্যান পেতে পারেন। তাও শুধুমাত্র গায়ের গন্ধের জন্য। কারণ গবেষণা বলছে অবিবাহিত পুরুষদের শরীরে খুব বেশি ঘামের দুর্গন্ধ (Body Odour) থাকে।
ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষদের গা থেকে বেশি দুর্গন্ধ ( stink ) পাওয়া যায়। যে কারণে ডেটে গেলে অনেক সময়েই তাঁদের প্রত্যাখ্যাত হওয়ার সম্ভবনা থাকে।
এই সমীক্ষার জন্য অবিবাহিত এবং বিবাহিত ৯১ জন পুরুষকে পরিষ্কার সাদা টি-শার্ট দেওয়া হয়। যেটি তাঁদের ২৪ ঘন্টা পরতে বলা হয়। এরপর অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটির গবেষকরা ৮২ জন নারীকে সকলের টি-শার্টের ঘ্রাণ নিতে বলেন।
আরও পড়ুন- প্রায়ই রান্না করে খান ফ্রোজেন মাংস? ক্যানসার ডেকে আনছেন না তো?
সমীক্ষার পর দেখা যায়, অবিবাহিত পুরুষদের শরীরের গন্ধ বিবাহিত পুরুষদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ বিবাহিত পুরুষদের শরীরে ঘামের দুর্গন্ধ অনেকটাই কম।