গ্রীষ্মের দাবদাহে অসহ্য হয়ে উঠেছে জীবন। এসি ছাড়া এক মুহূর্তও চলা দায়। এই পরিস্থিতিতে যাঁদের বাড়িতে এসি নেই তাঁরা গরমে খুবই কষ্টে রয়েছেন। এই গরমে এসি না থাকলেও বিশেষ কিছু উপায়ে ঘর ঠাণ্ডা রাখা যায়।
খসখস
জানালার পর্দা হিসেবে খসখস ব্যবহার করলে ঘর ঠাণ্ডা থাকে। তীব্র গরম প্রতিরোধ করার জন্য খসখস জলে ভিজিয়ে ব্যবহার করা যায়।
পিউরিফায়ার গাছ
ঘরের ভেতরে কিন্তু একেবারে জানলার সামনে স্নেক প্লান্ট, পিস লিলি, স্পাইডার প্লান্ট রাখতে পারেন। এই গাছগুলি কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ফলে ঘরের তাপমাত্রা কমবে।
এগজস্ট ফ্যান
ঘরের গরম হাওয়া বের করে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন এগজস্ট ফ্যান।
ভিজে কাপড়
ঘরের জানালায় ঝুলিয়ে রাখতে পারেন ভিজে কাপড় বা ভিজে তোয়ালে। তাহলে এই গরমেও ঘরের ভেতর আরামদায়ক অনুভূতি পাবেন।
একবাটি বরফ
টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখলে ঘর জুড়ে ঠাণ্ডা বাতাস বইবে। লাগবে না এসি।