সময়ের সঙ্গে বদলাচ্ছে ভাবনা, মনোভাব । বিয়ে মানেই কনে(Bride) যে লাজুক মুখে বসে থাকবে, সেরকম ব্যাপার কিন্তু আর এখন নেই । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হওয়া একটি বিয়ের ভিডিও সেরকমই বলছে । যা দেখে অবাক নেটিজেনরাও । তাঁদের মনে প্রশ্ন, এভাবেও বিয়ে করতে আসতে পারেন কনে ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ।
মাসখানেক আগেই বিয়ে হয় শাবা কাপুরের(Shaba Kapoor) । সেইসময় ইনস্টাগ্রামে নিজের বিয়ের ভিডিও পোস্ট করেছিলেন তিনি । সম্প্রতি, সেই ভিডিয়ো নতুন করে পোস্ট করা হয়েছে টুইটারে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, 'বারবার দেখো' ছবি থেকে বাজছে 'আসমান' গানটি । আর গানের তালে নাচতে নাচতে আসছেন শাবা । তাঁর সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন বন্ধুরাও । যেন কোনও সিনেমার দৃশ্য ।
আরও পড়ুন, Javed Habib : মহিলার চুলে থুতু ছিটিয়ে চুল কাটছেন জাভেদ হাবিব! ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়
এখানেই শেষ নয়, আসল সারপ্রাইজ তো ভিডিয়োর শেষে । নাচের শেষে হবু বরের সামনে হাঁটু গেড়ে বসে দু-হাতে আংটি বাড়িয়ে দিলেন কনে । সাধারণত, আংটি প্রস্তাব ছেলেরাই দিয়ে থাকে । কিন্তু, সমস্ত বাধা ধরা ছক ভেঙে দিলেন শাবা । শাবার এই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । অনেকে আবার এইভাবেই নিজের বিয়ের স্বপ্ন বুঁনছেন ।