"পৃথিবী আবার শান্ত হবে।" নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ চিন্তা ভাবনায় বরাবরই অন্য পুজোগুলির থেকে এগিয়ে। এবারও তার ব্যতিক্রম নেই। এবার পুজোয় সুরুচির থিমে কোথাও আছে সমুদ্র ও তো কোথাও পাহাড়। কোথাও সবুজ প্রকৃতি আবার কোথাও আছে পাখিদের কলতান। তারই মাঝে অধিষ্ঠান করছে মাতৃপ্রতিমা। দেবী আরাধনাতেই পৃথিবী শান্ত হবে। এবার এটাই সুরুচি সঙ্ঘের মূল থিম।
পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে সুরুচি সঙ্ঘ না গেলে ঠাকুর দেখাই যেন বৃথা। সুরুচির সামনে সেলফি তুলতে না পারলে কীসের আর ঠাকুর দেখা। এবার ৬৯তম বর্ষে পা রেখেছে পুজো। এবার সুরুচি সঙ্ঘের মণ্ডপ শিল্পী রিন্টু দাস। মহামারী পরবর্তী বিশ্ব ফের আগের ছন্দ ফিরে পাবে। নিশ্চিহ্ন হবে মারণ ভাইরাস। সেই ভাবনাকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সুরুচি।
এবার আরও একটি অভিনব ভাবনা নিয়ে হাজির হয়েছে সুরুচি সঙ্ঘ। এবার তাঁদের ইউটিউব চ্যানেলে তৃতীয়া থেকেই লাইভ সম্প্রচার শুরু হয়েছে। দশমী পর্যন্ত ইউটিউব, ফেসবুকে লাইভে সুরুচি সঙ্ঘের প্রতিমা দর্শন করা যাবে।