আপনারও কি মনে হয় আপনি প্রাপ্যের চেয়ে কম বেতন (Salary) পাচ্ছেন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন, আপনি মোটেই একা নন। বিশ্বজুড়েই কর্মীদের (employee) অধিকাংশই তাঁদের প্রাপ্য বেতনে সন্তুষ্ট (Under paid) নন।
মার্কিন কনসাল্টিং ফার্ম গার্টনারের করা সমীক্ষা বলছে, মাত্র ৩২ শতাংশ চাকরিজীবী মনে করেন তাঁরা সঠিক বেতন পাচ্ছেন। বাকি প্রত্যেকেরই মত তাঁদের বেতন কম।
Srijato debut film manob jomin trailer: কবির প্রথম ছবি নিয়ে প্রত্যাশা, প্রকাশ্যে 'মানব জমিন' ট্রেলার
সমীক্ষা করা হয়েছিল ৩৫০০ চাকরিজীবীকে নিয়ে। দেখা গিয়েছে, যে প্রতিষ্ঠানে তাঁরা কর্মরত, তার প্রতি অধিকাংশ কর্মীরই খুব একটা ভরসা নেই।
কেন এই অবিশ্বাস? কারণ অনেকগুলো। কোম্পানির ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ, বিবিধ খারাপ অভিজ্ঞতা, ওয়র্ক-লাইফ ব্যালান্স (poor wok-life balance) বা ব্যক্তিগত জীবনে অফিসের চাপের ছায়া এসে পড়া। এই সব কারণেই কোম্পানিগুলিকে ভরসা করতে পারছেন না কর্মীরা।