শেষ দেড় দশক ধরেই দেশজুড়ে বাড়ছে মেদ। হিসেব দিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সারভে। দেশের প্রতি ১৬ জন মহিলায় একজন এবং প্রতি ২৫ জন পুরুষে একজন করে ওবেস।
২০১৯ থেকে ২০২১ এর মধ্যে ৫ দফা সমীক্ষা চালিয়েছে কেন্দ্র। সমীক্ষার ফলাফল বলছে, ১৫-৪৯ বছর বয়সি জনসংখ্যার ৬.৪ % মহিলা এবং ৪ % পুরুষের ওবেসিটি রয়েছে। ওই একই বয়সের ১৭.৬ % মহিলা এবং ১৮.৯ % পুরুষ ওবেস না হলেও ওভার ওয়েট।
Period bloating : পিরিয়ডের সময় গ্যাসে পেট ফুলে যায় ? এই পাঁচটি খাবার খেলে মিলতে পারে মুক্তি
সমীক্ষার ফলাফল আরও বলছে, দেশের বিত্তশালী জনসংখ্যার ১২.৬ % ওবেসিটিতে ভুগছে।