বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষীদের অন্যতম স্বামী বিবেকানন্দ। ১৯৬৩ সালের ১২ জানুয়ারি তিনি আর্বিভূত হন৷ নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার যাত্রাপথে তিনি জয় করেছেন গোটা বিশ্ব। তাঁর মতো করে আর কে পেরেছেন আপামর ভারতবাসীকে 'আমার রক্ত আমার ভাই' বলে ডাকতে?
এহেন স্বামীজি কিন্তু ছিলেন পরম খাদ্যরসিক। রান্না করতে ভীষণ ভালোবাসতেন তিনি৷ সিস্টার নিবেদিতা সহ প্রিয় শিষ্য শিষ্যাদের নিজেহাতে রেঁধে খাওয়াতেন স্বামীজি।
Lesbian Marriage: যোগীরাজ্যে মালাবদল বাংলার দুই সমকামী তরুণীর
উত্তর কলকাতার সিমলেপাড়ার সন্তান নরেন্দ্রনাথের প্রিয় ছিল চপ, কাটলেটের মতো ভাজাভুজি৷ গলদা চিংড়ি আর ইলিশ মাছও ছিল তাঁর খুব প্রিয়। আম, জাম, পেয়ারার মতো ফলও খেতে ভালোবাসতেন খুব৷ আর বড্ড প্রিয় ছিল কাঁচা লঙ্কা। বিদেশে গিয়েও কাঁচা লঙ্কার খোঁজ করেছিলেন স্বামীজি।
খেলাধুলার বড় ভক্ত ছিলেন স্বামী বিবেকানন্দ। ফুটবল খেলা ছিল তাঁর প্রিয়। তা নিয়ে আলোচনাও হয় বিস্তর। তবে খাদ্যরসিক বিবেকানন্দকে নিয়ে তেমন আলোচনা হয় না।