বর্ষবরণের রাতে খানা-পিনা আর আদরেই মজে ছিলেন হায়দ্রাবাদবাসী, সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি। ওই রাতে সুইগি ইন্সট্যামার্ট এবং App এ হুহু করে বিকিয়েছে কন্ডোম এবং বিরিয়ানি।
সুইগি জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে প্রায় ৪.৮ লক্ষেরও বেশি মানুষ বিরিয়ানি অর্ডার করেছেন। Swiggy Instamart-এর তথ্য বলছে, ওই রাতে প্রতি ঘন্টায় ১৭২২ টি কন্ডোমের অর্ডার পড়েছে।
New Year 2024: বর্ষবরণের রাতে দেদার পার্টি, হ্যাংওভার কাটাতে মাথায় রাখুন পাঁচ হ্যাক
সুইগি জানিয়েছে, নববর্ষের আগের দিন প্রায় এক মিলিয়ন ব্যবহারকারী সুইগি অ্যাপে সক্রিয় ছিলেন। এই বছর এক মিলিয়নেরও বেশি লোক অন্যদের জন্য খাবারের অর্ডার দিয়েছেন, সুইগি মারফত।