চায় পে চর্চা শোনা যায়, টি শার্ট পে চর্চা? সাম্প্রতিক কালে বাংলার ফ্যাশনে এটাই 'ইন'। বিগত কয়েক বছর ধরেই মেসেজ টি শার্টের চাহিদা খুব। নানা ধরনের বার্তা দেওয়া থাকে তাতে। বাঙালি তর্কপ্রিয়, সঙ্গে রাজনীতি-প্রিয়ও বটে। তাই নেতা মন্ত্রীদের উক্তি লেখা টি শার্ট বঙ্গে দারুণ হিট। দেদার বিকোচ্ছে সেরকমই মেসেজ টি শার্ট, গায়ে লেখা ' দলে থেকে কাজ করতে পারছিলাম না'।
গত বিধানসভা নির্বাচনের আগে থেকে বঙ্গ রাজনীতিতে দল-বদলের হিড়িক। সদ্য সমাপ্ত হওয়া লোকসভাতেও দল বদল একেবারে হয়নি, এমন নয়। ভোটের আগে রাতারাতি দল বদল কেন, এমন প্রশ্নের মুখে নেতাদের দেওয়া একটি উত্তর রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল বাংলার ভোট সংস্কৃতিতে। সকলেরই যুক্তি ছিল, দলে থেকে কাজ করতে পারছিলেন না, তাই দল বদল।
সেও জনপ্রিয় উক্তি ঢুকে পড়ল বাংলার ফ্যাশনেও। এমনিতেই টি শার্টে মেসেজ লেখা থাকলে তরুণ প্রজন্মকে বেশি টানে। বিগত কয়েক বছর ধরেই বিক্রি বেড়েছে বাংলায় লেখা টি শার্টের। এবার পুজোতেও বাংলায় লেখা টি শার্ট বাজার ধরল বলে!