৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা ডিপ্রেশনের কারণে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, ইউসিএলের গবেষণা বলছে তাঁদের হৃদরোগের সম্ভাবনা বা ঝুঁকি কমবে৷ মানসিক রোগের থেরাপি নিলে হার্ট ভালো থাকে বলেই জানিয়েছেন গবেষকরা৷
একটি ইউরোপীয় হেলথ জার্নালে প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে, ২০১২ থেকে ২০ সালের মধ্যে ৬, ৩৬, ৯৫৫ জনের উপর একটি সমীক্ষা চালানো হয়। তাঁদের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। রোগীদের এই মেন্টাল থেরাপির পর হতাশা, ডিপ্রেশন প্রভৃতির লক্ষণ হ্রাস পায়। ফলে, ১২% ঝুঁকি কমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো হৃদজনিত রোগের।