Dr Sarvepalli Radhakrishnan Birthday : ক্যালেন্ডারে লাল দাগ নেই, তবু কচি বয়সেই আমাদের মনে দিনটা দাগ কেটে গেছে। ৫ সেপ্টেম্বর- শিক্ষক দিবস (Teachers' Day)। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Dr Sarvepally Radhakrishnan) জন্মদিন। হ্যাঁ, দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। এই এত পরিচয় সরিয়ে রেখেও শেষ পর্যন্ত যে কারণে মনে রাখা যায় তাঁকে, তা হলো শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
নিজের জন্মদিন নিয়ে পণ্ডিতসুলভ ঔদাসীন্য ছিল রাধাকৃষ্ণণের। ওদিকে রাধাকৃষ্ণণের একদল ছাত্রছাত্রী মেতে উঠেছিল তাঁদের শিক্ষকের জন্মদিন উদযাপনে। তাই শিক্ষক নিজেই আর্জি জানালেন, শুধু তাঁর জন্মদিন হিসেবে উদযাপন না করে দিনটা যদি সব শিক্ষকের দিন হিসেবে পালন করা যায়। ব্যস! শিক্ষকদের মনে রেখে একটা দিন উৎসর্গ করা হল তাঁদের জন্য। সেটা ১৯৬৭ সাল।
Parambrata Chatterjee: ফেলুদা পরমব্রত, তোপসে ঋতব্রত, ওটিটিতে আসছে 'গ্যাঙ্কটকে গণ্ডগোল'
১৮৮৮ সালের এই দিনটায় তিরুতানি শহরের মধ্যবিত্ত পরিবারে জন্ম ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের। বাবা চেয়েছিলেন ছেলে মন দিক ধম্মকম্মে । কিন্তু ছেলে মন দিলেন দর্শনে। তিরুপতিতে স্কুলের গণ্ডী পেরিয়ে মাদ্রাজের খ্রিষ্টান কলেজে দর্শন নিয়ে পড়াশোনা। কর্মজীবনের প্রথম দিকে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করা, বয়স তিরিশের কোঠায় যাওয়ার আগেই সুযোগ এল কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার। তারপর কখনও অন্ধ্র বিশ্ববিদ্যালয় কখনও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলানো। ১৯৫২ তে দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির আসনে তাঁকে পেয়েছে দেশবাসী।