সুস্বাদু ভারতীয় খাবারে মজেছে বিশ্ব, অনেকদিনই। ভাত-ডাল থেকে রসম- বহু দেশের বহু মানুষের কাছেই ভারতীয় খাদ্য হল 'কমফোর্ট ফুড'। জিভে জল আনা নানাকিসিমের ভারতীয় পদের কথা ভাবতে ভাবতেই এবার জেনে নিন আসল খবরটি! টেস্টঅ্যাটলাস-এর পক্ষ থেকে করা সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের সেরা ১০০ খাদ্যের মধ্যে ১১-তম স্থানে রয়েছে ভারতীয় খাদ্য। প্রথম তিনে রয়েছে যথাক্রমে ইতালি, জাপান ও গ্রিসের খাদ্য।
বিশ্বের বহু জনপ্রিয় দেশের খাদ্যকে হারিয়ে তালিকার একাদশতম স্থানটি অর্জন করেছে ভারতীয় খাদ্য। যাদের পিছনে ফেলে ভারতীয় খাদ্যের এই অর্জন, তারা হল- থাই, পোলিস, টার্কিশ, আমেরিকান এবং দক্ষিণ কোরিয়ার খাদ্য।
তালিকার প্রথম ১৫টি দেশের মধ্যে রয়েছে পর্তুগাল, চিন, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফ্রান্স, স্পেন এবং পেরুর খাদ্যও।
জাপান ও ইতালির মধ্যে প্রথম স্থানের জন্য জোর লড়াই চলার পর পিজ্জার কারণে জিতে যায় ইতালি। অন্যদিকে, বিশ্বের অন্যতম সেরা ডিশ-এর মর্যাদা পেয়েছে মুর্গ মাখানি।