হাতের কবজিতে বাঁধা এক টুকরো, সুতো, তাতে হাজার নকশা করা , নানা রং, নানা বাহার। বলছি রাখির কথা। সামনেই রাখি পূর্ণিমা, রাস্তায় রাস্তায় পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন বিক্রেতারা, হাতে তৈরি রাখির প্রবণতাও বাড়ছে নতুন করে।
এসবের মাঝে ফিরে দেখা যাক রাখির ইতিহাসের দিকে। ঠিক কতো বছর আগে শুরু হয়েছিল রাখিবন্ধন? ধারাবাহিক ভাবে কবে থেকে ভাইয়ের হাতে রাখি বাঁধেন দিদি বোনেরা, সে আলাদা প্রশ্ন, কিন্তু যীশু খ্রিষ্টের জন্মের ৩২৬ বছর আগেও কেউ কারোর হাতে রাখি বেঁধেছিল। সাক্ষী আছে ইতিহাস।
৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে হিদিস্পাসের যুদ্ধে আলেকজান্দারের পরাজিত হন পুরুর কাছে। শোনা যায় সে সময়ে স্বামীর প্রাণ সংশয় আশঙ্কা করে আলেকজান্দারের স্ত্রী পুরুর কাছে যান এবং তাঁর হাতে রাখি বেঁধে দেন। তার পরিবর্তে পুরু কথা দেন, তিনি আলেকজান্দারের কোনও ক্ষতি করবেন না ।