মদ্যপান করতে ভালবাসেন? সব ঋতুতেই চলতে থাকে ইচ্ছামতো সেবন? এবার সময় এসেছে রাশ টানার, জানাচ্ছে গবেষণা।
অতিমারির সময়ে মদ্যপান (consuming alcohol) লিভারের রোগের (Liver disease) সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিতে পারে। হেপাটোলজি (Hepatology journal) জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় এই তথ্যই সামনে এসেছে।
এই গবেষণায় জানা গিয়েছে, অতিমারির (Pandemic) সময়ে মদ্যপানের ফলে লিভারের রোগ এবং তা থেকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। জানা গিয়েছে, অতিরিক্ত মদ্যপানের পরিমাণ বেড়েছে প্রায় ২১ শতাংশ।
এই গবেষণার জন্য গবেষকরা আমেরিকার পূর্ণবয়স্ক মানুষদের মধ্যে একটি সমীক্ষা চালান। সেই সমীক্ষা থেকেই উঠে এসেছে এক অদ্ভুত তথ্য। কোভিড অতিমারি-কালে অত্যধিক মদ্যপানের ফলে লিভারের রোগে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ১৯-৩৫ শতাংশ পর্যন্ত।