আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্মের, বহু জাতির মানুষের দেশ। তাই সংস্কৃতিও একেক জায়গায় একেক রকম। কোথাও আবার একই দিনের প্রাসঙ্গিকতা ভিন্ন প্রদেশের মানুষের কাছে নানা রকম। এই যেমন আজকের দিনটি। দশমী বাঙালির জীবনে এক রকম, খানিকটা বিষাদের। আবার উত্তর ভারতের হিন্দু সম্প্রদায়ের কাছে দিনটি বিজয়ের, আনন্দের।
বাংলায় অকাল বোধনের সঙ্গে রামচন্দ্রের দুর্গা পুজোর ইতিহাস জড়িত থাকলে দুর্গা বাঙালির কাছে দেবী নয়, বরং বাড়ির মেয়ে। আর এই দশমী, দুর্গার বিদায়ের দিন। নিজের বাড়িতে চারদিন কাটিয়ে মেয়ের ফিরে যাওয়ার দিন। স্বাভাবিক ভাবেই বাঙালির কাছে দেবীর বিসর্জন বিষাদের, এক অনন্ত অপেক্ষারও।
অন্যদিকে রামায়ণে বর্ণিত আছে, এই দিনেই রাবণের বিরুদ্ধে রামের জয়লাভ হয়েছিল। তাই দশেরা উত্তর ভারতে উদযাপনের দিন। রাবণ পোড়ানোর চলও সেই থেকেই।
বিবিধের মাঝে মহামিলনের দেশের এটাই বৈশিষ্ট্য। একই দিন একেক মানুষের কাছে নিয়ে আসে একেক রকম অনুভূতি।