গরমে কাহিল দেশবাসী। বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ চলছে। লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই বাংলার টেম্পারেচারও ছাড়িয়েছে ৪০ ডিগ্রির পারদ৷ চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় যখন দেশবাসী, তখনই ফের 'সিঁদুরে মেঘ' দেখছেন পরিবেশ বিজ্ঞানীরা৷
চলতি বছর আরও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এল নিনোর প্রত্যাবর্তনে হু হু করে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। 'লা নিনা'র আগমনে তাপমাত্রা কমে। 'লা নিনা' বিদায় নিয়ে 'এল নিনো' ফেরায় তাপমাত্রা ক্রমেই বাড়বে। ২ থেকে ৭ বছর অন্তর এই পরিস্থিতি ফেরে। জলস্তরের তাপমাত্রা বাড়ায় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা চলতি গ্রীষ্মেও।