‘জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা লালন শুনে ভাসে কিনা বুকের আঙিনা
জানিনা বিচার হলে গান কেন হয় না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি’
কবির সুমনের এই লাইনগুলির মতোই, গানেই শেষ হতে পারে বহু যুদ্ধ| ঘুম না আসা, প্রেম ভাঙা, প্রেমে পড়া কিংবা যুদ্ধ শেষে শান্তির বাণী- গান সবেতেই চিরন্তন | সুখে দুঃখে আনন্দে বিষাদে চির সঙ্গী সুর-সঙ্গীত। দীর্ঘ পথে কানে হেডফোন দিয়ে চোখ বোজা হোক, কিংবা মাতামাতি আড্ডায় পছন্দের গান- মানুষ আসে যায়, থেকে যায় গান | আর এহেন এক মন খারাপের পিলের জন্য একটা দিন থাকবে না তা কী করে হয়? ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস।
কখনও সুর লড়াইয়ের ভাষা, কখনও বা প্রতিবাদের অস্ত্র, কখনও প্রার্থনার সুর, কখনও প্রেমের চিঠি, কখনও বা চোখের জল| গান কাউকে ফেরায় না | পৃথিবীর বিভিন্ন দেশের নানা ভাষার কয়েক কোটি গান কখনও না কখনও, মানুষের গভীর ক্ষতয় প্রলেপ দিয়েছে| তাই ‘গান হোক আরও গান হোক, গান হোক সবাই সমান হোক’