হাওড়ার বাগনানের দুই গ্রাম। জোকা, বাঙ্গালপুর। দুর্গাপুজোর পাঁচদিনের উদযাপন শেষে যখন ভাঙা মেলার মতো সব শূন্য লাগছে চারপাশ, এই দুই গ্রামে মহাসমারোহে হচ্ছে লক্ষ্মী পুজো।
দুই গ্রামের অধিকাংশ মানুষের পেশা-ই কৃষি নির্ভর, তাই দুর্গা পুজোর চেয়েও বড় করে লক্ষ্মী পুজোর আয়োজন হয় এখানে। শহরের থিমের ছোঁয়া লেগেছে এই গ্রামে। লক্ষ্মী পুজোর মণ্ডপে কোথাও রুপোর ঠাকুর, কোথাও আবার থিমের মণ্ডপে উঠে এসেছে এক টুকরো কেদারনাথ। কোথাও থিম বৃদ্ধাশ্রম।
Lakshmi Puja at tollywood stars' houses: লক্ষ্মী কাকীমার লক্ষ্মী রেডি! পুজোয় বসলেন ঋতুপর্ণাও
সব মিলিয়ে ধনদেবীর আরাধনায় জাঁকজমক আন্তরিকতার কমতি নেই বাংলার এই গ্রামে।