দেশজুড়ে প্রবল বর্ষা। সকাল থেকেই 'রেইনি ডে'র মেজাজ। এ তো গেল, কলকাতার কথা, এমন কী কম বেশি সারা দেশের গল্প। কিন্তু এমন শহরও আছে, যেখানে বৃষ্টি হয় না। হয় না মানে হয়ই না। কত বছর ধরে? তা প্রায় ৯০০ বছর! হ্যা ঠিক শুনছেন, বিগত ৯০০ বছর বৃষ্টি হয়নি, এমন শহর আছে এই পৃথিবীতে। আপনাদের কেউ হয়তো গিয়েও থাকতে পারেন সেই শহরে।
পেরুর রাজধানী শহর লিমার কথা বলছি। কোনও কোন বছরে ১০-থেকে ১৫ মিলি লিটার বৃষ্টি হয়, হিসেবের মধ্যে যা ধরার মতোও না। লিমার আবহাওয়া বছরভর মনোরম। তাপমাত্রা ঘোরাফেরা করে ১৭-২৭ ডিগ্রির মধ্যে! এ তো স্বপ্ন শহর তাহলে।
৯০০ বছর ধরে বৃষ্টি নেই, এই শহরে জলের উৎস তাহলে কী? রিমাক নদি। কেন বৃষ্টি হয় না লিমায়? ভৌগলিক অবস্থানের জন্য। এই শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে সমান্তরাল ভাবে বাতাস বয়ে চলে। এর ফলে জলীয় বাষ্প তৈরি হতে পারে না, তাই মেঘও তৈরি হয়না। তাহলে বৃষ্টি হবে কীভাবে?