বর্ষা কাল মানেই সাপের ভয়। এই সময় বাগানে, রান্নাঘরে , বাড়ির আনাচে কানাচে সাপের উপদ্রব বাড়ে। না বুঝে অনেকসময় ছোবল দিয়ে বসে তারা, আর এর জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আগেভাগেই যদি বাড়তি কিছু ব্যবস্থা রাখা যায় তাহলে এই ভয় থেকে মুক্তি মেলে।
সবার আগে বাড়ির আশেপাশে এই সময় ছড়ান কার্বলিক অ্যাসিড। এছাড়া বাড়ির আশেপাশে টুকরো টুকরো করে ছড়িয়ে রাখতে পারেন লাল রঙের সাবান, কারন এতে থাকে কার্বলিক অ্যাসিড বা কার্বনিল। এছাড়া রসুন এবং সর্ষের তেলও কিন্তু সাপের যম। ন্যাপথলিন গুঁড়ো দিয়েও সাপ তাড়ানো যেতে পারে। এছাড়া লংকার গুঁড়ো লেবুর রসেও কাজ হয়। তবে বাড়ির আশেপাশে ইঁটের গাদা, জঙ্গল , জল জমতে দেবেন না। এতেই সাপ লুকিয়ে থাকে।