রোজ সবার মন ভাল থাকবে, একই রকম কর্মক্ষমতা থাকবে, হাসিখুসি মেজাজ থাকবে, এমনটা তো রোবটের হয়। মন থাকলেই এক আধ দিন মন ভাল থাকবে না, এমনটাই স্বাভাবিক। আর সে সব দিনে, চাইলেই ছুটি পাবেন কর্মীরা। সংস্থার লিভ পিলিসিতেই উল্লেখ রয়েছে এমনটা।
না, আমাদের দেশে নয়, তবে চিনের এক সংস্থায় এমনটাই দস্তুর। কর্মীর মন ভাল না থাকলে তাঁকে ছুটি মঞ্জুর করতে বাধ্য থাকে সংস্থা। সংস্থার নাম প্যাং ডং লাই। মূলত কর্মীর ওয়র্ক-লাইফ ব্যালেন্স করতেই এমন নিয়ম চালু করেছেন সংস্থার চেয়ারম্যান ইউ ডংলাই। বছরে এ ধরনের বাড়তি ১০ টি ছুটি নিতে পারবেন কর্মীরা। সকালে উঠে কোনও কর্মীর মনে হল, আজ মন ভাল নেই, ব্যাস, অফিসে একবার জানিয়ে দিলেই হবে। কোনওভাবেই ছুটি নামঞ্জুর হবে না।
এমনিতে বার্ষিক ৩০-৪০ দিন ছুটি থাকে ওই অফিসে, দৈনিক ৭ ঘণ্টা কাজ করতে হয়। সংস্থার চেয়ারম্যান বিশ্বাস করেন, মন ভাল রেখে কাজ করলে তা কর্মী এবং সংস্থা দুইয়ের পক্ষেই সমান স্বাস্থ্যকর।